প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহকে উপহার হিসেবে ৫০০ কেজি  ‘হাঁড়িভাঙা’ আম পাঠিয়েছেন।

সোমবার (১৯ জুলাই) মালদ্বীপের বাংলাদেশ দূতাবাস জানায়, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল আয়েশা শান সাকিরের কাছে এসব আম হস্তান্তর করেন।

মালদ্বীপের চিফ অব প্রটোকল রাষ্ট্রপতির পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঢাকা সফরে আসা পাঁচ রাষ্ট্র ও সরকার প্রধানদের শুভেচ্ছা উপহার হিসেবে আম পাঠাচ্ছেন শেখ হাসিনা। ইতোমধ্যে ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার রাষ্ট্র ও সরকার প্রধানদের আম উপহার পাঠানো হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও উপহার হিসেবে আম পাঠানো হয়েছে।

এনআই/জেডএস