সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রকল্প বাতিলের আদেশ চেয়ে মামলা
বেসরকারি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া বাতিল করে চট্টগ্রামের সিআরবি এলাকাকে সংরক্ষণের আদেশ চেয়ে আদালতে দেওয়ানি মামলা করেছেন আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাভলু।
সোমবার (১৯ জুলাই) দুপুরে চট্টগ্রামের সিনিয়র সহকারী জজ রুবায়েত ফেরদৌসের আদালতে মামলাটি দায়ের করা হয়। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন মামলার বাদী কাজী ছানোয়ার আহমেদ লাভলু।
বিজ্ঞাপন
তিনি বলেন, এতে সরকারি ১৪ সংস্থার নির্বাহী প্রধান ও দুটি পেশাজীবী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদককে বিবাদী করা হয়েছে। আদালত মামলা আমলে নিয়ে প্রত্যেকের বিরুদ্ধে সমন জারি করেছেন।
মামলার বাদী কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, সিআরবির প্রাকৃতিক ও ঐতিহাসিক সৌন্দর্য্য রক্ষা দরকার। এছাড়া হাসপাতালের প্রস্তাবিত স্থানে আছে চাকসুর সাবেক জিএস শহীদ মুক্তিযোদ্ধা আব্দুর রবের কবর ও তার নামে গড়ে তোলা রেলওয়ের কলোনি। হাসপাতালের জন্য এসব স্থাপনা গুঁড়িয়ে দিয়ে সিআরবি এলাকাকে ধ্বংস করার পাঁয়তারা চলছে। তাই এসব স্থাপনা রক্ষার জন্য হাসপাতাল নির্মাণ প্রক্রিয়া বন্ধের জন্য আদালতে মামলা করেছি।
বিজ্ঞাপন
মামলার বিবাদীরা হলেন- মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদফতরের পরিচালক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি করপোরেশন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও চট্টগ্রাম ওয়াসার সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, ফায়ার সার্ভিস ও বিস্ফোরক অধিদফতরের উপ-পরিচালক, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ও ভূসম্পদ কর্মকর্তা, চট্টগ্রামের জেলা প্রশাসক এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার। এছাড়া চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদককে বিবাদী করা হয়েছে।
কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিআরবি এলাকায় কোনো অবকাঠামো নির্মাণের অনুমতি না দেওয়ার জন্য স্থানটিকে ২০০৯ সালে প্রাকৃতিক হেরিটেজ হিসেবে ঘোষণা করে।
তিনি আরও বলেন, মামলায় যেসব সরকারি প্রতিষ্ঠানের প্রধানদের বিবাদী করা হয়েছে, সেসব প্রতিষ্ঠান থেকে হাসপাতাল নির্মাণের জন্য কোনো ধরনের অনুমোদন না দেওয়ার আদেশ চাওয়া হয়েছে আবেদনে। এছাড়া বিবাদীরা হাসপাতাল প্রতিষ্ঠায় যাতে কোনো ধরনের সহযোগিতা করতে না পারে সে বিষয়েও আদেশ চাওয়া হয়েছে।
উল্লেখ্য, সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বে চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল, মেডিকেল কলেজ বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড। হাসপাতালে নির্মাণে চুক্তি হওয়ার পর থেকেই হাসপাতালটি চট্টগ্রামে না করার দাবিতে আন্দোলন করে আসছে বিভিন্ন সংগঠন।
কেএম/জেডএস