‘সাধ আছে কিন্তু সাধ্য নেই’ একটি দরিদ্র পরিবারের নিত্যদিনের গল্প এটি। এমন পরিবারের পাশে দাঁড়াতে ইগনাইট ইয়ুথ ফাউন্ডেশন ‘প্রজেক্ট স্বাবলম্বী’ নামে একটি উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে এবং আয় পাঁচ হাজার টাকার কম, তাদের আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে আত্মনির্ভর করে গড়ে তোলা হবে।

‘প্রজেক্ট স্বাবলম্বী’ এর মাধ্যমে মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছ থেকে যাকাতের অর্থ সংগ্রহ ও বিভিন্ন অনুদান সংগ্রহ করার পর বাছাই করা দরিদ্র পরিবারগুলোর মধ্যে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পণ্যসামগ্রী বিতরণ এবং আত্মনির্ভর করে গড়ে তোলা হচ্ছে। প্রকল্পটির আওতায় হ্যান্ডিক্রাফ্ট প্রশিক্ষণ, রিকশা, সেলাই মেশিন, গরু, ছাগল এবং অন্যান্য স্থিতিশীল সম্পদ সরবরাহ করা হয়, যা উপার্জনের উৎস এবং কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করে। এই প্রকল্পের প্রত্যেক সুবিধাভোগীকে প্রায় পাঁচ বছর পর্যন্ত প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে রাখা হবে।

এই প্রজেক্টের আওতায় এপর্যন্ত ২০টি পরিবারের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, যার মাঝে চারটি সুবিধাবঞ্চিত পরিবারকে রিকশা, পাঁচটি পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং ১১টিরও বেশি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অন্যদিকে ছোট একটি ব্যবসা প্রতিষ্ঠা করে সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে অসহায় দরিদ্র মানুষদের আর্থিক অবস্থার পরিবর্তন আনা, পর্যবেক্ষণের দ্বারা প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ এবং ২০২৩ ও ২০২৭ সালে ১৮৩ এবং ৪৮৫ জনকে যাকাত প্রকল্পের আওতায় এনে ২০২৭ সালের মধ্যে দারিদ্র্যতার হার কমিয়ে দেশের উন্নয়নের ধারা বজায় রাখা।

ইগনাইট ইয়ুথ ফাউন্ডেশন ২০১৬ সালে যাত্রা শুরু করে। ধীরে ধীরে সফলতার সঙ্গে প্রতিষ্ঠানটি শিশুশিক্ষা, নারীর ক্ষমতায়ন, বিনামূল্যে রক্তদান, ইকো পরিবেশ, যুব দারিদ্র্য নিরসন করা, স্বাস্থ্য ও সুরক্ষার জন্য সচেতনতা, পুষ্টি, নারী ও শিশুদের অধিকার রক্ষা ইত্যাদির জন্য কাজ করছে আসছে।

এসএসএইচ