শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে বাড়ছে রোগীর সংখ্যা। চিকিৎসার জন্য হাসপাতালে ভিড় করছেন তারা। এ অবস্থায় রাজধানীর অন্যান্য হাসপাতালের মতো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালেও করোনা রোগীর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। এ হাসপাতালে কোনো আইসিইউ শয্যা খালি নেই। 

জানা গেছে, খালি থাকা সাপেক্ষে আইসিইউ মুমূর্ষু রোগীদের আইসিইউ শয্যায় স্থানান্তর করা হয়। কোনো রোগীর শারীরিক অবস্থা উন্নতির দিকে হলে সেখান থেকে সাধারণ শয্যায় নিয়ে আসা হয়। আবার অনেকে আইসিইউতেই মারা যান। তখন আইসিইউ শয্যা খালি হয়। বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২১১ জন করোনা রোগী ভর্তি রয়েছেন।  

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমাদের এখানে করোনা রোগীদের জন্য ১০টি আইসিইউ শয্যা রয়েছে। সবগুলো শয্যা রোগীতে পূর্ণ। একমাস ধরে এ অবস্থা। আইসিইউ শয্যার জন্য অনেকেই অপেক্ষা করেন। কোনো একটি খালি হলে কমপক্ষে ১০-১৫ জন সিরিয়াল ধরেন। 

শনিবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, নতুন করে অনেক রোগী আসছেন। এদের মধ্যে অধিকাংশেরই করোনার লক্ষণ রয়েছে। ছেলে জসিমকে নিয়ে করোনা পরীক্ষা করতে লক্ষ্মীপুর থেকে এসেছেন আবুল হাসেম নামের এক বৃদ্ধ। তিনি বলেন, লক্ষণ দেখা দেওয়ায় আজ টেস্ট করিয়েছি, এখনও রিপোর্ট দেয়নি। 

মোহাম্মদপুর থেকে এ হাসপাতালে আসা সুমন নামে একজন তরুণ ঢাকা পোস্টকে বলেন, আমার ভাবী গত ২০ দিন ধরে এখানে ভর্তি। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। অবস্থা খারাপ হওয়ার পর তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। এখন শারীরিক অবস্থা উন্নতির দিকে হওয়ায় ওয়ার্ডে আনা হয়েছে। তবে সন্তান পেটেই মারা গেছে। 

আল মামুন নামে একজন আনসার সদস্য ঢাকা পোস্টকে বলেন, আগের চেয়ে বর্তমানে রোগী অনেক বেড়েছে। এত রোগী আসছেন যে, আইসোলেশনের জায়গাতেও সিট খালি নেই। মাঝখানে রোগী কমে গিয়েছিল। ইদানীং রোগী বেশি দেখা যাচ্ছে। 
 
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমাদের এখানে করোনা রোগীদের জন্য ১০টি আইসিইউ শয্যা রয়েছে। সবগুলোতেই রোগী রয়েছেন। গত দুই সপ্তাহ ধরে রোগীর সংখ্যা ২০০ থেকে ২৫০-এ ওঠানামা করছে। 

এসএইচআর