মেঘনা অববাহিকায় দ্রুত পানি বৃদ্ধির সম্ভাবনা
মেঘনা অববাহিকা এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার নদীসমূহের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য নদ নদীর পানি কমে যাওয়ার সম্ভাবনা আছে।
রোববার (২৫ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া এসব তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি জানান, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকা এবং তৎসংলগ্ন ভারতীয় অঞ্চলসমূহে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। ফলে এই সময়ে উত্তর পূর্বাঞ্চলে আপার মেঘনা অববাহিকা এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার নদীসমূহের পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।
ব্রহ্মপুত্র ও যমুনা নদ নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা ও পদ্মা নদীর পানি সমতলে স্থিতিশীল আছে যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
বিজ্ঞাপন
এছাড়া দেশের উত্তর পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার সব প্রধান নদীসমূহের পানি সমতলে হ্রাস পাচ্ছে যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
একে/এসকেডি