বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে নতুন চেয়ারম্যান এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরে মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর মধ্যে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুল ইসলাম।

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব মো. সালাহউদ্দিন চৌধুরীকে অবসরে যাওয়ার সুবিধার্থে ওএসডি করা হয়েছে।

অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোয়াজ্জেম হোসেনকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. তসলিমুল ইসলামকে অবসরে যাওয়ার সুবিধার্থে ওএসডি করা হয়েছে।

এছাড়া অর্থবিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলামকে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্য করা হয়েছে।

এসএইচআর/এসকেডি