সার্জিক্যাল মার্কেট ভবন

জাতীয় প্রেস ক্লাবের বিপরীত দিকে রাজধানীর তোপখানা রোডের গফুর টাওয়ারের সার্জিক্যাল মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

সোমবার (২৬ জুলাই) সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি বলেন, সন্ধ্যা ছয়টা আট মিনিটের দিকে জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে সার্জিক্যাল মার্কেটের ছয় তলা ভবনে আগুন লাগার খবর পাই। এরপর ঘটনাস্থলে একে একে মোট ১১টি ইউনিট পাঠানো হয়। 

সন্ধ্যা ছয়টা ৪৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি। 

জেইউ/আরএইচ