করোনাভাইরাসের সংক্রমণ রোধে কাজ করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে সহায়তা দি‌য়ে‌ছে কোকা-কোলা ফাউন্ডেশন। সোমবার (২৬ জুলাই) রেড ক্রিসেন্টের ঢাকা অফিস থে‌কে পাঠা‌নো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

সংস্থা‌টি জানায়, কোকা-কোলার বৈশ্বিক ‘#স্টপ দ্য স্প্রেড’ কর্মসূচির আওতায় দেওয়া এই সহায়তা বাংলাদেশ সরকারের দেশব্যাপী টিকা নিবন্ধন ও প্রদান কার্যক্রমকে শক্তিশালী করবে।

রেড ক্রিসেন্ট বলছে, টিকা পাওয়ার যোগ্য যেসব ব্যক্তিরা অনলাইনে টিকার নিবন্ধন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। এই কর্মসূচির আওতায় তাদের সহযোগিতা প্রদানসহ সার্বিক টিকা প্রদান কার্যক্রমকে তরান্বিত করতে সহায়তা করা হবে। এছাড়া করোনা মোকাবিলায় প্রথম সারির কর্মরত স্বাস্থ্যকর্মীদের পিপিই, কিট সরবরাহ, টিকা প্রদান কর্মসূচিতে অংশগ্রহণকারী ও মহামারিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত ৪০টি জেলায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় কর্মরত প্রায় ২০ হাজার স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীকে সহায়তা করার লক্ষ্যে কাজ করা হবে। পাশাপাশি করোনা ঝুঁকিতে থাকা ৩৫টি জেলার মানুষকে স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন সম্পর্কে সচেতন করে তোলা হবে।

কোকা-কোলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাদিয়া ম্যাডসজার্গ বলেন, আমরা জানি কোভিড-১৯ সংকট শেষ হতে এখনও অনেক দেরি। ভাইরাসটির বিস্তার রোধে ‘#স্টপ দ্য স্প্রেড’ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত।

উদ্যোগটিকে সাধুবাদ জানানোর পাশাপাশি অন্যান্য বহুজাতিক করপোরেট প্রতিষ্ঠানকেও মানুষের জীবন বাঁচানোর এমন প্রচেষ্টার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এটিএম আব্দুল ওয়াহাব। তিনি ব‌লেন, বাংলাদেশের এই দুঃসময়ে সাধারণ মানুষকে সাহায্য করতেই রেড ক্রিসেন্ট ও কোকা-কোলা একযোগে কাজ করছে।

অংশীদারিত্বের সুযোগ তৈরি করে দেওয়ায় কোকা-কোলা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জেনারেল মো. ফিরোজ সালাহ উদ্দিন বলেন, যৌথ এই উদ্যোগের মাধ্যমে আমরা করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টাকে সহযোগিতা করব। এ দেশের সাধারণ মানুষের সেবায় কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের যৌথ উদ্যোগটি স্বেচ্ছাসেবকদের আরও উৎসাহিত করবে।

করোনা মহামারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে মানুষকে সহযোগিতার লক্ষ্যে কোকা-কোলা কোম্পানি বিশ্বব্যাপী বিশেষ ‘#স্টপ দ্য স্প্রেড’ ফান্ড গঠন করেছে। এই ফান্ডের মাধ্যমে টিকা প্রদান কর্মসূচিতে সাহায্য, ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (পিপিই, মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার) বিতরণ, টিকা বিষয়ে জনসচেতনতা তৈরি এবং সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এনআই/এসএসএইচ