সাঈদ-তাপসের মতপার্থক্য সময়ের ব্যবধানে নিরসন হবে: তাজুল ইসলাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকনের মতপার্থক্য সময়ের ব্যবধানে নিরসন হয়ে যাবে বলে মনে করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, 'সাঈদ খোকন মেয়র হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন। আর তাপস নতুন দায়িত্ব নিয়েছেন। উনাদের দায়িত্ব পালনকালে অথবা বর্তমানে দায়িত্ব পালন করতে গিয়ে কিছুটা মতপার্থক্য থাকতেই পারে। আমার মনে হয় সময়ের ব্যবধানে নিরসন হয়ে যাবে।'
বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ জানুয়ারি) সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ও বর্তমান মেয়রের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে মামলা পর্যন্ত হয়েছে। সেটি আপনারা কিভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, 'যেসব মামলা-মোকদ্দমার কথা বলেছেন, আমি খবর নিয়েছি...যতোটুকু জানি মামলা হোক, এটি তাপস চান না। উনি প্রত্যাহার করার জন্য বলেছেন। আমার তো মনে হয় না এটা খুব বেশি একটা কন্সার্ন ইস্যু।'
বিজ্ঞাপন
দুজনই একই দলের। এতে দলের সম্মান ক্ষুণ্ন হচ্ছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'দলতো বৃহৎ। দুজন ব্যক্তির মধ্যে ভুল বোঝাবুঝি মতপার্থক্য হবেই, এটা খুব অস্বাভাবিক কিছু না।'
তারা একে অপরের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন। বিষয়টি আপনি কিভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, 'বিষয়গুলো বাস্তবতার সঙ্গে কতটুকু সঙ্গতিপূর্ণ, এই মুহূর্তে দায়িত্বশীল মন্তব্য করা কঠিন।'
এটা নিয়ে বিএনপিও ইস্যু তৈরি করছে- এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'বিএনপি তো সবসময় ইস্যু তৈরির অপেক্ষা করে। বিএনপি ইস্যু করল বা এটা নিয়ে নেতিবাচক মন্তব্য করল, এটা তো গুরুত্বপূর্ণ বিষয় নয়।'
ঢাকার খাল সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। এগুলো নিয়ে নতুন করে কি পরিকল্পনা নেওয়া হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, ‘খালগুলো হস্তান্তরের পর সংস্কার করে আধুনিক ব্যবস্থাপনা চালুর জন্য সিটি করপোরেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’
এরমধ্যে দুই সিটি করপোরেশনের মেয়রদের নিয়ে একটি সভা হবে জানিয়ে তিনি বলেন, 'তাদের কর্মপরিকল্পনা সম্পর্কে জানব। আমিও মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কর্ম পরিকল্পনা আছে সেটাও তাদেরকে বলব। সমন্বিতভাবে মন্ত্রণালয়ের নেতৃত্বে সেখানে আমরা সংস্কার কাজগুলো করব।
খাল সংস্কারের ক্ষেত্রে হাতিরঝিল মডেল হতে পারে বলেও মনে করেন তাজুল ইসলাম।
প্রসঙ্গ মশা
রাজধানীতে মশা ভয়ঙ্কর আকার ধারণ করছে- একজন সাংবাদিক এ বিষয়টি তুলে ধরলে মন্ত্রী বলেন, ‘ভয়ঙ্কর আকার ধারণ করছে কি-না সেটা জানি না। তবে এটা বুঝেছি যে, ইদানিং মশা দেখা যাচ্ছে। আমার নিজের বাসাতেও দু-একটা মশা দেখি, যেটা মধ্যেখানে দেখিনি।’
তিনি আরও বলেন, মশা মারা এবং ডেঙ্গু রোগ থেকে ঢাকাবাসী এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য পরিকল্পিত ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি। তাতে করে একটা সফলতা অর্জন করেছি এবং সেটা সবাইকে স্বীকার করতে হবে।
‘সিটি কর্পোরেশন স্পে করার কথা এবং করছে। ইতোমধ্যে আমাদের মধ্যে অভিযোগ আসছে যার জন্য আগামী কয়েকদিনের মধ্যে সিটি কর্পোরেশনগুলোকে নিয়ে সভা করার জন্য বলেছি এবং নোটিশ জারি করা হচ্ছে। যাতে করে তারা মশা নিধনের যে অভিযান তা কি মাত্রায় আছে এবং যদি প্রয়োজন হয় আরও কিছু পরিকল্পনা বা প্রক্রিয়া হাতে নেওয়া হবে।’
এসএইচআর/ওএফ/এনএফ