গ্রেফতার মাদক ব্যবসায়ীরা

রাজধানীর মোহাম্মদপুর এবং আদাবর থানা এলাকা থেকে পৃথক দুটি অভিযানে ৭ হাজার ৯০০ পিস ইয়াবা ও ২৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতাররা হলেন- চট্টগ্রামের মো. ইরফান (২০), দিনাজপুরের মো. বাবলু শাহ (৩৫)।

র‌্যাব-২ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, র‌্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে রাজধানীর আদাবর থানাধীন শ্যামলীর ফুটপাতে অবস্থান করছেন।

ওই তথ্যের ভিত্তিতে একটি র‌্যাব-২ এর আভিযানিক দল শনিবার (১২ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপস্থিত হলে পালানোর সময় মো. ইরফানকে (২০) গ্রেফতার করা হয়। গ্রেফতার ইরফান জিজ্ঞাসাবাদে প্রথমে ইয়াবার বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে আসামির দেহ তল্লাশি করলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ইরফান জিজ্ঞাসাবাদে জানায়, বর্তমান রাজধানীতে নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় রাতাতারি বড়লোক হওয়ার নেশায় নিষিদ্ধ ইয়াবা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলেন।

অপরদিকে, র‌্যাব-২ এর আরেকটি আভিযানিক দল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মোহাম্মদপুর থানাধীন আল্লাহ করিম মসজিদ সুপার মার্কেটের পলাশ ফার্মেসির সামনে পাকা রাস্তার ওপর একজন সন্দেহজনক ব্যক্তি দুইটি প্লাস্টিকের বড় বস্তা নিয়ে কারও জন্য অপেক্ষা করছেন।

ওই তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে র‌্যাব-২ সদস্যরা উপস্থিত হয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে বাবুল শাহকে (৩৫) গ্রেফতার করে। গ্রেফতারকৃত বাবুল শাহর (৩৫) হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তার মধ্যে কী আছে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বস্তায় ফেনসিডিল আছে বলে স্বীকার করে।

তার দেয়া তথ্যমতে, দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

গ্রেফতার বাবুল জিজ্ঞাসাবাদে আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে অভিনব পন্থায় নিত্যনতুন কৌশলে অবৈধভাবে বাংলাদেশে আসা ফেনসিডিল স্বল্পমূল্যে ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চড়াদামে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

গ্রেফতার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেইউ/এফআর