কুয়াশায় মোড়ানো সকালের সংগৃহীত ছবি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (১২ ডিস্বের) ঢাকাপোস্টকে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ।

তিনি বলেন, আজ প্রায় সারাদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা কুয়াশায় মোড়ানো থাকবে। 

আকাশে হালকা মেঘ থাকায় কুয়াশার ধরন কিছুটা ভিন্ন। তবে আগামাী দু’তিন দিনের মধ্যে মেঘসহ কুয়াশা কেটে যাবে। দিনের তাপমাত্রাও বাড়বে, বলে জানান এ আবহাওয়াবিদ। 

আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, শনিবার রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

একে/জেডএস