প্রাইভেটকারের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় বিপুল বিশ্বাস (৩০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত সাড়ে ১০টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী পথচারী যুবরাজ ঢাকা পোস্টকে বলেন, বনানীর একটি ফার্মেসিতে বিপুল চাকরি করতেন। ডিউটি শেষ করে দক্ষিণখানের আশকোনার বাসায় সাইকেল চালিয়ে ফিরছিলেন তিনি। কুড়িল বিশ্বরোডের এয়ারপোর্ট সড়কে পৌঁছালে দ্রুতগামী একটি প্রাইভেটকার বাইসাইকেলের পেছনে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন বিপুল। পরে আমি তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধাক্কা দিয়েই প্রাইভেটকারটি পালিয়ে গেছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বিপুল দক্ষিণখানের আশকোনার মোল্লারটেক এলাকায় থাকতেন। তার বাড়ি গাজীপুরের কালীগঞ্জে।
জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, কুড়িল বিশ্বরোড এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে ঘটনাটি অবহিত করা হয়েছে।
বিজ্ঞাপন
এসএএ/এসএসএইচ