ট্রেনের সংগৃহীত ছবি

রাজধানীর মগবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় মেজবাহ উদ্দিন (২৫) নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহত মেজবাহ ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী।

শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মগবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল-হোসেন জানান, মগবাজার এলাকার রেললাইনে কমলাপুর রেলস্টেশনগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় মেজবাহ। 

নিহতের পরিবারের দেওয়া তথ্যের বরাতে ওসি রকিব বলেন, মেজবাহ ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্সের শিক্ষার্থী। সে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আবদুল ওয়াদুদের ছেলে। মৃত্যুর কারণ বিস্তারিত জানার চেষ্টা চলছে।

জেইউ/জেডএস