শ্যামলীতে সিএনজি-মোটরসাইকেল-রিকশাকে ট্রাকের ধাক্কা, যুবকের মৃত্যু
ইজদাদুল হক- ছবি: সংগৃহীত
রাজধানীর শ্যামলীতে একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে একটি মোটরসাইকেল ও দুটি রিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় একজনের মৃত্যুর কথা নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৫ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় শ্যামলী ফুটওভারব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতের নাম ইজদাদুল হক। জানা গেছে, তিনি বাংলাবাজার হক শপ পাবলিকেশনে কাজ করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা সদরের কোতোয়ালি থানার রসুলপুর গ্রামে। তার বাবার নাম আনিসুল হক।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী ঢাকা পোস্টকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে ওভার ব্রিজের সামনে বেপরোয়া গতিতে আসা ট্রাক একটি সিএনজি, মোটরসাইকেল ও দুটি রিকশাকে চাপা দেয়। এতে কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, শ্যামলীর দুর্ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে নিয়ে আসে ট্রাফিক পুলিশ। ঢামেকের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক সূত্র জানায়, নিহত ইজদাদুল হকের বয়স আনুমানিক ৩৮ বছর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এআর/এইচকে