ইয়ুথ পার্লামেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী ও ডায়ানা অ্যাওয়ার্ড উদযাপন
ইয়ুথ পার্লামেন্টের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রিন্সেস ডায়ানা পুরস্কারপ্রাপ্তিতে বৃহস্পতিবার (২৯ জুলাই) এক মনোজ্ঞ অনুষ্ঠান ভার্চুয়ালি আন্তর্জাতিকভাবে পালিত হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি চলে রাত ১০টা পর্যন্ত।
ইয়ুথ পার্লামেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী ও ডায়ানা অ্যাওয়ার্ড উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মালদ্বীপের সিভিল সার্ভিসের সাবেক প্রধান ও মালদ্বীপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক ড. আলী শামিম, বাংলাদেশে নিযুক্ত এফএও জাতিসংঘের সাবেক জাতীয় কনসালটেন্ট ও গ্রিনহেরাল্ড আন্তর্জাতিক স্কুল বাংলাদেশের সিনিয়র ফ্যাকাল্টি শরিফুল আনোয়ার, এনটিভির নিউজ ব্রডকাস্টার ও প্রোটেক্ট আস কিডস ফাউন্ডেশনের প্রতিনিধি শামিন নাহার লিনা, ডাব্লিউএসি ভারতের প্রধান ড. ভিকে বাজাজ।
বিজ্ঞাপন
মো. সোহেল রানা ও তাহমিনা আকতারের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইয়ুথ পার্লামেন্টের সাধারণ সম্পাদক জনাব বিবেক মোর। সভাপতিত্ব করেন ইয়ুথ পার্লামেন্টের সভাপতি সরকার তানভীর আহমেদ।
যুব অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- ইয়ুথ পার্লামেন্ট উইমেন হাবের প্রধান মিস শ্বেতা মজুমদার (ভারত) ও পরিচালক ফাতিমা শিফানা (শ্রীলঙ্কা), ডি-৮ ইয়ুথ কনফারেন্সের প্রধান কিরান রাজ (মালয়েশিয়া) ও রাষ্ট্রীয় প্রতিনিধি আইরিন তেসা (ইন্দোনেশিয়া), মডেল ইয়ুথ সার্কের উপ-প্রধান ইশরাত জেরিন (বাংলাদেশ), ভারত-বাংলাদেশ ইয়ুথ অ্যাসেম্বিলর দুজন ইয়ুথ কাউন্সিলর মুফাররফ আহমেদ (ভারত) ও কানিজ ফাতেমা (বাংলাদেশ)।
বিজ্ঞাপন
২০১৮ সালে প্রতিষ্ঠিত ইয়ুথ পার্লামেন্ট তরুণদের মাঝে সংসদীয় পদ্ধতিগত চর্চার মাধ্যমে নেতৃত্ব বিকাশে উৎসাহিত করে চলছে। তাদের এ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সময়ে সুনাম অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় ২০২০ বাংলাদেশে প্রথম ভার্চুয়াল ইয়ুথ পার্লামেন্ট আয়োজন ও ২০১৯ সালে বিশ্বের প্রথম সংসদীয় অলিম্পিয়াড আয়োজন করে। এই দুই অনুষ্ঠানের মাধ্যমে ডাব্লিউএসি ও ডাব্লিউএসি আন্তর্জাতিকের বুক অফ রেকর্ডে আনুষ্ঠানিকভাবে স্থান করে নেয়। ড. ভিকে বাজাজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
আন্তর্জাতিকভাবে তরুণদের মধ্যে নেতৃত্ব চর্চা ও এসডিজি-১৬ তে ইয়ুথ পার্লামেন্টের মাধ্যমে অবদান রাখায় এ বছর ইয়ুথ পার্লামেন্টের সভাপতি সরকার তানভীর আহমেদ ডায়ানা অ্যাওয়ার্ড লাভ করেন। ব্রিটেনেরে রাজ পরিবার তথা প্রিন্সেস ডায়ানার দুই পুত্রের সক্রিয় ব্যবস্থাপনায় এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
সরকার তানভীর আহমদের এ অর্জনে ইয়ুথ পার্লামেন্টের সকল হাব একত্রে উদযাপন করে বিশেষ অনুষ্ঠান, যেখানে তার দীর্ঘ পথচলা তরুণদের অনুপ্রাণিত করতে প্রদর্শিত হয় দ্যা আনটোল্ড ডকুমেন্টরি।
দেশি-বিদেশি প্রায় ১৮টি দেশের তরুণরা উক্ত আয়োজনে যুক্ত থেকে তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। প্রতিষ্ঠাবার্ষিকীর ও ডায়ানা পুরস্কার উদযাপন উপলক্ষে বিভিন্ন দেশের তরুণরা বৃক্ষরোপণের ভিডিও বার্তা পাঠায় যা আলোচনার সময় প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে ইয়ুথ পার্লামেন্টের দুটি অফিশিয়াল থিম সং প্রকাশ করা হয়। থিম সংয়ের ইংরেজি ভার্সন লিখেছেন ও সুর করেছে ইয়ুথ পার্লামেন্ট ডি-৮ হাবের তুরস্কের প্রতিনিধি ইসমাইল ইয়েলদিজ ও বাংলা ভার্সনটি লিখেছেন সুমাইয়া তারান্নুম ও সুর করেছেন আবির আহমেদ।
ইয়ুথ পার্লামেন্টের পথ চলায় তরুণদের সম্পৃক্তা কাছে অনুপ্রাণিত হয়ে থাকবে এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করতে পারবে।