দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শরিফা খান। তিনি পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ২৮ জুলাই শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অংশ নেন তিনি। এরপর করোনার উপসর্গ দেখা দিলে সরকারি কর্মচারী হাসপাতালে করোনা পরীক্ষা করা হলে পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি নগরীর কাঁঠাল বাগানের নিজ বাসায় চিকিৎসাধীন।
 
শরিফা খানের একান্ত সচিব মো. আলমগীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, তিনি বাসায় চিকিৎসাধীন। আগের চেয়ে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি করোনার দুই ডোজ টিকা নিয়েছিলেন।

শরিফা খান দেশ ও বিদেশে সুনামের সঙ্গে সরকারি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ব্রিটেনে বাংলাদেশ সরকারের প্রায় পাঁচ বছর অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন। প্রশাসনের নবম ব্যাচের কর্মকর্তা শরিফা খান।

এসআর/জেডএস