সুইডেনে ‘আলোকচিত্রে বঙ্গবন্ধু’ প্রদর্শনী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস স্টকহোমে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোকচিত্র প্রদর্শনী ‘আলোকচিত্রে বঙ্গবন্ধু’ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ আগস্ট) প্রদর্শনীটির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
সুইডেন নিবাসী মোহাম্মদ আফতাবুর রহমানের সংগৃহীত এবং মুদ্রিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক, রাজনৈতিক, আন্তর্জাতিক ও কূটনৈতিক জীবনের বিভিন্ন দুর্লভ ছবি এই আলোকচিত্র প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে।
রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম, মোহাম্মদ আফতাবুর রহমান এবং অন্যান্য অতিথিদের উপস্থিতিতে ফিতা কেটে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ পাঠ শেষে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
উন্মুক্ত আলোচনায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনী, রাজনৈতিক দূরদর্শিতা এবং বিভিন্ন অর্জন নিয়ে আলোচনা করেন। বক্তারা আলোকচিত্র প্রদর্শনীর আয়োজনকে স্বাগত জানান এবং এ ধরনের আয়োজনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বঙ্গবন্ধুর জীবন, কর্ম এবং চেতনা প্রবাসীসহ সব বাঙালিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার গুরুদায়িত্ব পালন করতে হবে সবাইকে।
রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম সূচনা বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপরিসীম অবদানের কথা এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন।
দূতাবাস প্রাঙ্গণে আগামী ১৫ আগস্ট পর্যন্ত এ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীটি সর্ব সাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
এনআই/এমএইচএস