নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. বোরহান উদ্দিন (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার।
বিজ্ঞাপন
মারা যাওয়া বোরহান উদ্দিন কর্ণফুলী থানার মইজ্জারটেকের শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ কর্মকর্তা আলাউদ্দীন তালুকদার বলেন, মইজ্জারটেকের হাজি মুন্সি মিয়ার বাড়িতে নির্মাণাধীন একটি ভবনে সকালে কাজ করতে যান কয়েকজন শ্রমিক। কাজ করার সময় দুর্ঘটনাবশত দ্বিতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে যান বোরহান। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বোরহানের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
কেএম/জেডএস