শ্যামপুরে ট্রাকের ধাক্কায় সিকিউরিটি গার্ড নিহত
রাজধানীর শ্যামপুরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আজাহার উদ্দিন বেপারী (৫৫) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুলাই) রাত সোয়া ১০টার দিকে শ্যামপুরের পশ্চিম ধোলাইপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্যামপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে আজাহার উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, আজাহার উদ্দিনের বাড়ি মুন্সীগঞ্জ সদর জেলার নুরপুর গ্রামে। তারা বাবার নাম মৃত হাফিজউদ্দিন ব্যাপারী। তিনি পশ্চিম ধোলাইপাড় এলাকায় মঞ্জুর বাড়িতে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
আজাহার উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এদিকে ধাক্কা দেওয়ার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে গেছে বলেও তিনি জানান।
বিজ্ঞাপন
এসএএ/এমএইচএস