প্রচণ্ড ধোঁয়ায় আগুন নেভাতে বেগ পোহাচ্ছে ফায়ার সার্ভিস
রূপগঞ্জে চামড়া কারখানায় আগুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী এলাকায় ইউনাইটেড লেদার ইন্ডাস্ট্রিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। তবে ঘটনাস্থলে প্রচণ্ড ধোঁয়া থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।
বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টায় আগুন লগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানিয়েছেন। তিনি বলেন, দুপুর দুইটা পর্যন্ত ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ঘটনাস্থলে আমাদের ১৪টি ইউনিট কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে প্রচুর ধোঁয়ার কুণ্ডলী রয়েছে। এ কারণে ফায়ারকর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। ঘটনাস্থল থেকে অনেককে উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না। এছাড়া এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন এরশাদ হোসেন।
এমএসি/এইচকে