তিন ইয়াবা বিক্রেতা গ্রেফতার

চট্টগ্রামে ইয়াবাসহ তিন বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে মাফিয়া বেগম (৫০) নামে এক মহিলা আছেন, যিনি মানুষের বাসায় কাজ করেন এবং এই ছদ্মবেশে ইয়াবাও বিক্রি করেন। 

গ্রেফতার বাকি দুইজন হলেন- মো. আল আমিন (৪০) ও মো. মোশারফ হোসেন (৩১)। মঙ্গলবার (৩ আগস্ট) দিনগত রাতে নগরীর ডবলমুরিং মডেল থানার আগ্রাবাদ এক্সেস রোডের ফুলকলি মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। 

আজ বুধবার (৪ আগস্ট) ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন এসব তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদ এক্সেস রোডের ফুলকলি রোডের সামনে থেকে মো. আল আমিনকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে বাকি দুজনকে গ্রেফতার করা হয়। 

‘জিজ্ঞাসাবাদে আল আমিন জানান, পেশায় তিনি সিএনজি চালক। তার আরেক বন্ধু ম্যাক্সিমা চালক মোশাররফ। তাদের বাসায় বুয়ার কাজ করেন মাফিয়া। বুয়ার কাজের আড়ালে তিনিও ইয়াবা বিক্রি করেন।’ 

‘জিজ্ঞাসাবাদে আল আমিন আরও জানান, তারা তিনজনই ইয়াবা বিক্রি করেন। মাফিয়া বুয়ার কাজের আড়ালে ক্রেতা খোঁজেন আর বাকি দুজন চালক সেজে। তাদের কাছ থেকে মোট ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’ 

আল আমিন এবং মোশারফ হোসেনের বিরুদ্ধে দুটি করে এবং মাফিয়া বেগমের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন। 

কেএম/এইচকে