চট্টগ্রামে এক হাজার ৬৫০ লিটার চোরাই তেল ও ২৫০ লিটার অকটেনসহ সংঘবদ্ধ চোরাকারবারি চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। বুধবার (৪ আগস্ট) নগরীর পতেঙ্গা থানার দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এ তথ্য জানিয়েছেন। আটক তিন জন হলেন- আলমগীর (৫২), আলমগীর (৪০) ও ইমতিয়াজ (১৯)।

নুরুল আবছার বলেন, দক্ষিণ পাড়া এলাকায় অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের উদ্দেশে চোরাই ডিজেল মজুদের খবর জানতে পারে র‌্যাব। সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে ড্রামে রাখা এক হাজার ৬৫০ লিটার চোরাই তেল এবং ২৫০ লিটার অকটেন উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আসামিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে বিদেশি জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ডিজেল ও অকটেন সংগ্রহ করে তা বিক্রি করছিল। উদ্ধার করা ডিজেলের আনুমানিক মূল্য প্রায় এক লাখ ৩০ হাজার টাকা।

আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

কেএম/এমএইচএস