দেশে চলমান ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রামে প্রথম দিনে এক লাখ ৫৭ হাজার ২৩০ জনকে টিকা দেওয়া হয়েছে। নগরীর ৪১টি ওয়ার্ডে এ দিন ৩৬ হাজার ৯০০ জনকে টিকা দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামের ১৫ উপজেলায় টিকা দেওয়া হয়েছে এক লাখ ২০ হাজার ৩৩০ জনকে। 

শনিবার (৭ আগস্ট) সকালে শুরু হওয়া টিকাদান চলে দুপুর ৩টা পর্যন্ত। ভ্যাকসিনেশন ক্যাম্পেইন সোমবার (৯ আগস্ট) পর্যন্ত চলবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রতিটি ওয়ার্ডে তিনটি করে টিকা কেন্দ্রে ছিল। প্রতি কেন্দ্রে ৩০০ জনকে টিকা দেওয়া হয়েছে। প্রতি ওয়ার্ডে ৯০০ করে ৪১টি ওয়ার্ডের ১২৩টি কেন্দ্রে একদিনে ৩৬ হাজার ৯০০ জনকে টিকা দেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, যারা আগে থেকে রেজিস্ট্রেশন করেছেন তাদের মধ্য থেকে ফাস্ট কাম ফাস্ট সার্ভ পদ্ধতিতে টিকা দেওয়া হয়েছে। বরাদ্দকৃত টিকা শেষ হয়ে যাওয়ায় যারা টিকা পাননি তাদের কাছে দুঃখ প্রকাশ করেন মেয়র।

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ১৫ উপজেলায় ২০০ ইউনিয়ন ও ছয়টি পৌরসভায় আজ টিকা দেওয়া হয়েছে। ১৪টি স্থায়ী ও ১৭৭ টি কেন্দ্রে এক লাখ ২০ হাজার ৩৩০ জনকে টিকা দেওয়া হয়েছে।

তবে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের প্রথম দিন নানা অভিযোগ উঠে। কিছু কিছু কেন্দ্রে ওয়ার্ড কাউন্সিলরের সরবরাহ করা বিশেষ টোকেন ছাড়া টিকা দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। তবে অনেকেই লাইন ধরে টিকা দিতে পারায় 
উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

মোফাচ্ছের সরকার তুহিন নামে একজন বলেন, ষোলশহরের রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে টিকা কেন্দ্রে গিয়েছিলাম টিকা দেওয়ার জন্য। কিন্তু টোকেন না থাকায় টিকা দিতে পারিনি। যাদের হাতে টোকেন ছিল তাদেরই টিকা দেওয়া হয়েছে।  রেজিস্ট্রেশন করার পরও টিকা দিতে না পারায় খুব খারাপ লাগছে।

কেএম/ওএফ