কলাবাগানে এবার গৃহকর্মীর মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধারের ফাইল ছবি
রাজধানীর কলাবাগানের একটি বাসা থেকে এবার এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই গৃহকর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বিজ্ঞাপন
বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলাবাগানের ৫৮ নর্থ সারকুলার রোডের একটি বাসা থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিষয়ে ডিএমপির রমনা বিভাগের নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার আবুল হাসান ঢাকা পোস্টকে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই গৃহকর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, এ মুহূর্তে তার নাম পরিচয় এবং বয়স জানা যায়নি। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে।
এদিকে, গত ৭ জানুয়ারি কলাবাগানের ডলফিন মোডের এক বাসায় ধানমন্ডি মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি এখন টক অব দ্য টাউনে রূপান্তরিত হয়েছে। এই হত্যার মূল কারণ বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তদন্ত চালিয়ে যাচ্ছেন।
এমএসি/এফআর