করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ জাতীয় চিড়িয়াখানা। বিধিনিষেধ শিথিল হলেও সহসাই খুলছে না বিনোদনের এই কেন্দ্রটি। তাই দর্শনার্থীদের অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। এমনটাই জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আব্দুল লতিফ।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী বিধিনিষেধ শিথিল হবে বুধবার (১১ আগস্ট) থেকে। এদিন থেকে সব সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে। তবে সেখানে দেশের বিনোদন কেন্দ্রগুলো নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

বিধিনিষেধ তো শিথিল হল, জাতীয় চিড়িয়াখানা খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কি না- এমন প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন, ‘চিড়িয়াখানা খোলার বিষয়ে আমরা এখনো কোনো সম্ভাব্য তারিখ চিন্তা করিনি। এটি পুরোপুরি নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর। করোনা পরিস্থিতি যদি আগামী সপ্তাহে ভালো হয়ে যায়, তবে আমরা আগামী সপ্তাহেই খুলবো।’

এদিকে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আব্দুল লতিফ জানিয়েছেন ভিন্ন কথা। তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘আগামী দুই মাস অর্থাৎ নভেম্বরের আগে খোলার কোনো সম্ভাবনা দেখছি না। তারপরও করোনা পরিস্থিতির ওপর সিদ্ধান্ত নির্ভর করবে।’

এমএইচএন/এমএইচএস