উবার-পাঠাও চলছে
করোনাভাইরাসের মহামারি দেখা দেওয়ার পর গণপরিবহন বন্ধ থাকায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রাইড শেয়ারিং কোম্পানিগুলোর পরিবহন সেবা বন্ধ ছিল। সরকারি বিধিনিষেধ শিথিল হওয়ার প্রেক্ষিতে আজ বুধবার (১১ আগস্ট) থেকে উবার-পাঠাওসহ বিভিন্ন রাইড শেয়ারিং কোম্পানির গাড়ি চলছে।
এরমধ্যে রাইড শেয়ারিং কোম্পানি ‘উবার’-এর যথেষ্ট সংখ্যক যাত্রীবাহী পরিবহন চলাচল শুরু হয়েছে সকাল থেকেই। স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে উবারের উবার এক্স, উবার মোটো, উবার প্রিমিয়াম এসব বিভিন্ন সার্ভিস শুরু হয়েছে সকাল থেকে।
বিজ্ঞাপন
বেলা ১১টায় উবারের নির্দিষ্ট অ্যাপসে দেখা যায়, রাজধানীর শেওড়াপাড়া থেকে বারিধারা ডিপ্লোমেটিক জোন পর্যন্ত উবার প্রিমিয়ামে ভাড়া দেখাচ্ছে ৪৩৩ টাকা। প্রাইভেটকার ঢাকা মেট্রো গ ২২৭০৭৯-এর চালক ইসরাফিল মিয়া ঢাকা পোস্টকে বলেন, আজ সকাল থেকেই উবারের গাড়ি সেবা শুরু হয়েছে। দীর্ঘদিন পর আমরা রাস্তায় গাড়ি চালাচ্ছি।
এর আগে সরকারি বিধি অনুসারে, রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোর সেবা বন্ধ রাখতে নির্দেশ দিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে আজ থেকে রাইড শেয়ারিং কোম্পানিগুলোর এনলিস্টমেন্ট সার্টিফিকেটপ্রাপ্ত মোটরযান চলাচল করতে পারছে বলে চালকরা জানিয়েছেন।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট চালকরা জানিয়েছেন, বিআরটিএ-এর এনলিস্টমেন্ট সার্টিফিকেটপ্রাপ্ত যানগুলো চলতে পারবে। এজন্য ঢাকা মেট্রো ও জেলা, গাজীপুর মেট্রো ও জেলা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদীসহ সংশ্লিষ্ট জেলায় গাড়ি চালাতে মানতে হবে স্বাস্থ্যবিধি ।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা গেছে, রাইড শেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেট নিয়েছে উবার, পাঠাও, সিএনএস, ওভাই, ইজিয়ার, আকিজ অনলাইন, সেজেস্টা’র বিভিন্ন সংখ্যক গাড়ি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিআরটিএ কর্মকর্তা জানান, যেসব গাড়ির কাগজপত্র হালনাগাদ আছে তাদের রাইডশেয়ারিংয়ে চালানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে।
উবার ঢাকা কার্যালয় সূত্রে জানা গেছে, আবার সেবা চালুর পর সর্বোচ্চ মানের সেফটি প্রদান করছে উবার। গ্লোবাল টেক ও সেফটি প্রোডাক্ট টিম কঠোর পরিশ্রম করছে সেফটির বিষয়গুলো উন্নত করতে। যেমন চালক ও যাত্রীকে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হচ্ছে। ট্রিপ শুরুর আগে চালকের মাস্ক ভেরিফিকেশনের জন্য চালকের সেলফি নিশ্চিত করা হচ্ছে। করোনার সুরক্ষা বিষয়ে চালকদের বাধ্যতামূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গাড়ি জীবানুমুক্তকরণ করা হচ্ছে। সেফটি ও হাইজিন গাইডলাইন অনুসরণ করা হচ্ছে।
পিএসডি/এইচকে