রাজধানীর হাজারীবাগ এলাকার কালীনগরে করোনাভাইরাসের টিকা নিয়ে সাজেদা বেগম (৫০) নামে এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েছেন। পরে দুপুর ১২টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

বুধবার (১১ আগস্ট) সকাল ১০টায় সাজেদা বেগম মডার্নার টিকা নেন।

সাজেদা বেগমের স্বামী মো. আব্দুর জলিল ঢাকা পোস্টকে বলেন, সকালে আমরা দুই জনই টিকা নেওয়ার জন্য হাজারীবাগ ২২ নম্বর ওয়ার্ডে যাই। আমার স্ত্রী আগে টিকা নিয়ে বাসায় চলে যায়। আমি বাসায় গিয়ে দেখি সে অসুস্থ হয়ে পড়েছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

আগে থেকেই সাজেদার শরীর দুর্বল ছিল বলেও তিনি জানান।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন (ক্যাজুয়ালটি) ডা. মো. আলাউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, তার রক্তচাপ একটু বাড়তি আছে। অন্য সবকিছু ঠিক আছে। টিকা নেওয়ায় এমনটা হয়েছে কি না সে বিষয়ে আমরা নিশ্চিত নই। তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, করোনা টিকা নেওয়ার পরে একজন অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছে তার পরিবার। জরুরি বিভাগে নিয়ে আসলে তাকে এইচডিইউতে পাঠানো হয়েছে।

এসএএ/এমএইচএস