সচিবালয়ের ৩ নম্বর ভবনে আগুন
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পানির ফিল্টারে আগুন লাগে/ ছবি ঢাকা পোস্ট
সচিবালয়ের ৩ নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (১১ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা শাখার অতিরিক্ত সচিব ড. মো. হেলাল উদ্দিনের কক্ষে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. বজলুর রশিদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।তবে পূর্ণাঙ্গ তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
এসএইচআর/এসকেডি