কাঁচামালের পিকআপে ৮ হাজার ইয়াবা, গ্রেফতার ৩
রাজধানীর সূত্রাপুর এলাকায় ৮ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগ। ইয়াবাগুলো কাঁচামালের পিকআপে করে কক্সবাজার থেকে নিয়ে আসা হয়েছিল।
গ্রেফতাররা হলেন- মো. ফারুকুল ইসলাম, মো. আরমান হোসেন ও মো. বেলাল উদ্দিন। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
গোয়েন্দা ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আজহারুল ইসলাম মুকুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক কারবারি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির জন্য সূত্রাপুর থানার শ্যামবাজার এলাকায় অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা ডেমরা জোনাল টিম।
বিজ্ঞাপন
তিনি বলেন, গ্রেফতাররা কাঁচামাল পরিবহনের আড়ালে ইয়াবা নিয়ে আসতো এবং রাজধানীর বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করত। তাদের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা হয়েছে।
অন্যদিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
অভিযানে তাদের কাছ থেকে ১২ হাজার ৬৫২ পিস ইয়াবা, ১৪৫ গ্রাম হেরোইন, ৩০ কেজি ৬৫০ গ্রাম গাঁজা ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (১১ আগস্ট) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার(১২ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এই পরিচালনা করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/এমএইচএস