পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত পুলিশ সুপার (এসপি) মোক্তার হোসেনের বিরুদ্ধে এক নারী ইন্সপেক্টর ধর্ষণের যে অভিযোগ আদালতে দায়ের করেছিলেন, সেটিকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) হিসেবে নিয়েছে উত্তরা পূর্ব থানা।

শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম।

তিনি বলেন, আজ আদালত থেকে এ সংক্রান্ত কাগজপত্র আমাদের হাতে এসেছে। আমরা এফআইআর নিয়েছি। এখন থেকে আমাদের তদন্ত চলবে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ অভিযোগটিকে মামলা হিসেবে নেওয়ার আবেদন জানান ওই নারী ইন্সপেক্টর। একইদিন বিকেলে পুলিশ সুপার মোক্তার হোসেনের বিরুদ্ধে অভিযোগ এফআইআর হিসেবে নিতে উত্তরা পূর্ব থানাকে নির্দেশ দেয় আদালত।

এমএসি/আরএইচ