গত এক সপ্তাহের ব্যবধানে দেশে করোনা রোগী শনাক্তের হার কমেছে ২৭ শতাংশ এবং মৃত্যুর হার কমেছে ৯ শতাংশ। তবে শনাক্তের হার এখনও ২০ শতাংশের বেশি।

শনিবার (১৪ আগস্ট) দেশে করোনা সংক্রমণের ৭৫তম সপ্তাহে (৮-১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের করোনা প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে দেখা যায়, গত মে মাসের মাঝামাঝি থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত প্রতি সপ্তাহে নতুন রোগীর সংখ্যা বাড়ছিল। তবে আগস্টের শুরু থেকে শনাক্তের হার কিছুটা কমতে শুরু করে। সর্বশেষ দেশে করোনা শনাক্তের হার এসে দাঁড়ায় ২০ দশমিক ৬৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে দেখা যায়, গত এক সপ্তাহে দেশে মোট ৩ লাখ ১১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে মোট ৬৮ হাজার ৮২২ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়। এ সময়ে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৭৭ জনের। এক সপ্তাহে মোট পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল প্রায় ২৩ শতাংশ।

এর আগের সপ্তাহের (১ থেকে ৭ আগস্ট) তথ্য বিশ্লেষণ করে জানা যায়, সেই সময়ে দেশে মোট ৯৩ হাজার ৯১২ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ১ হাজার ৭২৬ জনের। ওই সপ্তাহে রোগী শনাক্তের হার ছিল ২৮ শতাংশের মতো।

২শর নিচে নেমেছে মৃত্যু

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৮৮ জনে।

এর আগে শুক্রবার ১৯৭, বৃহস্পতিবার ২১৫, বুধবার ২৩৭, মঙ্গলবার ২৬৪, সোমবার ২৪৫ ও রোববার ২৪১ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। এরপর থেকে ১২ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত প্রায় প্রতিদিনই করোনায় দুই শতাধিক মানুষের মৃত্যু হয়। ১৩ আগস্ট (শুক্রবার) অনেকদিন পর মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামে।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা ভাইরাসে সংক্রমণ শনাক্তের কথা জানানো হয় ২০২০ সালের ৮ মার্চ। চলতি বছরের মার্চে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়। মাঝে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল। মে মাসের শেষ দিক থেকে সংক্রমণ বাড়তে থাকে। জুলাই মাসে এসে পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করে। দুই মাসের বেশি সময় পর চলতি মাসের প্রথম দিন থেকে সংক্রমণ কমতে দেখা যাচ্ছে। ১ আগস্ট রোগী শনাক্তের হার ছিল প্রায় ৩০ শতাংশ। এরপর থেকে প্রতিদিন শনাক্তের হার কমছে।

টিআই/জেডএস