বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢামেক হাসপাতালের শ্রদ্ধা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল।
রোববার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন হাসপাতালের পরিচালকসহ চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা।
বিজ্ঞাপন
শ্রদ্ধা নিবেদন শেষে ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, শ্রদ্ধা আর ভালোবাসায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করছে ঢামেক হাসপাতাল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের উন্নয়নকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেটি বাস্তবায়িত হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমরা সকাল থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী শোক দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করছি।
এর আগে সকালে শোক দিবসের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কালো ব্যাজ ধারণ ও সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢামেক হাসপাতালে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এছাড়া জাতির পিতাসহ তার পরিবারের দোয়া কামনা করে কোরআন তেলাওয়াত করা হয়।
দিবসটি উপলক্ষে রোগীদের বিনামূল্যে (ডায়াগনস্টিক পরীক্ষা) চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়া রোগীদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়েছে।
এসএসএইচ