ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেছেন, শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে।

রোববার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে বেলা সাড়ে ১১টায় ঢামেক হাসপাতালের সভাকক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলে।

ঢামেক পরিচালক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য এক কলঙ্কময় দিন। 

তিনি বলেন, জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে তার মেয়ে জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। 

ঢামেক হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (অর্থ ও স্টোর) ডা. মো. আশরাফুল আলম বলেন, শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহিদদের আত্মার শান্তি কামনা করছি। 

এ সময় উপস্থিত ছিলেন ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, উপ-পরিচালক ডা. খালেকুজ্জামান খান, ভারপ্রাপ্ত উপ-পরিচালক ডা. আশরাফুল আলম (অর্থ ও স্টোর), আবাসিক সার্জন (ক্যাজুয়ালিটি) ডা. আলাউদ্দিন, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. হালিমা সুলতানা হক, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আশরাফুন নাহার, সিনিয়র স্টোর অফিসার ডা. মো. সায়াদ উল্লাহ, ঢামেক পরিচালকের (পিএ) খন্দকার আবুল বাশার, ওয়ার্ড মাস্টার মো. আবুল বাশার সিকদার, ওয়ার্ড মাস্টার  মো. আব্দুল গফুর, প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, আনসার প্লাটুন কমান্ডার মো. আব্দুল আওয়াল খানসহ কর্মকর্তা-কর্মচারীরা।

এসএএ/এইচকে