চট্টগ্রাম নগরীতে সোমবার (১৬ আগস্ট) থেকে ফের শুরু হচ্ছে করোনার টিকাদান কর্মসূচি। রোববার (১৫ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী তার অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে শুধুমাত্র নির্দ্দিষ্ট দিনে এসএমএস প্রাপ্তদের টিকা দেওয়া হবে। নির্দ্দিষ্ট তারিখ ও কেন্দ্র ছাড়া ভ্যাকসিন দেওয়া হবে না।

তিনি বলেন, যারা নিবন্ধন করেছেন ও এসএমএস পাবেন তাদের প্রথম ডোজ হিসেবে সিনোফার্মের টিকা দেওয়া হবে। আর যারা এর মধ্যে মর্ডানার প্রথম ডোজ নিয়েছেন তাদের শুধু দ্বিতীয় ডোজে মর্ডানার টিকা দেওয়া হবে।

তিনি বলেন, যারা এখনও এসএমএস পাননি, অপেক্ষা করুন। এসএমএস পাঠানো হবে। এসএমএসে যে তারিখ দেওয়া হবে তার আগে ভ্যাকসিন দেওয়া যাবে না। এসময় তিনি এসএমএস ছাড়া জনগণকে টিকা কেন্দ্রে ভিড় না করার অনুরোধ করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মর্ডানার প্রথম ডোজ যারা নিয়েছেন তাদের টিকা কার্ডে একটা তারিখ লিখে দেওয়া হয়েছিল দ্বিতীয় ডোজের জন্য। কিন্তু এখন আর সেটা ফলো করা হবে না। এখন দ্বিতীয় ডোজের জন্যও আলাদা করে এসএমএস পাঠানো হবে। এসএমএসে যে তারিখ ও কেন্দ্রের কথা বলা হবে, সেই তারিখে নির্ধারিত কেন্দ্রে গিয়েই টিকা নেওয়া যাবে। এসএমএস ছাড়া কাউকে কোনভাবেই টিকা দেওয়া হবে না।

সিভিল সার্জন বলেন, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে যারা ১২ তারিখে টিকা নেওয়ার এসএমএস পেয়েছিলেন, কিন্তু টিকা নিতে পারেননি তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তারা ১৭ আগস্ট বিকেল ৩টা থেকে টিকা নিতে পারবেন। অপরদিকে ১৪ তারিখেও যারা এসএমএস পাওয়ার পরও টিকা নিতে পারেননি, তারা ১৮ আগস্ট বিকেল ৩টা থেকে টিকা নিতে পারবেন।

এছাড়া অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকাও এসএমএস পাওয়া সাপেক্ষে বিকেল ৩টা থেকে দিতে পারবে। তবে, অ্যাস্ট্রাজেনেকা টিকার ক্ষেত্রে যাদের এসএমএস নেই কিন্তু দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমান তাদের ২১, ২২, ২৩ আগস্ট বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল। তবে এক্ষেত্রে টিকাকার্ড দেখাতে হবে।

টিকা স্বল্পতায় চট্টগ্রাম নগরীতে ১২ থেকে ১৪ আগস্ট পর্যন্ত টিকা দেওয়া বন্ধ ছিল।

কেএম/এসএম