এখন সবাই বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর শাসনামল, তার ইতিহাসসহ বিভিন্ন বিষয় নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি ছিল। কিন্তু লক্ষণীয় বিষয় তারা এখন ওইসব বিষয় উল্লেখ করেন না। বর্তমানে সবাই বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী! এটি যদি মনে-প্রাণে ভেবে থাকি তাহলে খুব ভালো। কিন্তু বিষয়টি কতটুকু সত্য তা নিয়ে সংশয় রয়েছে।
সোমবার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটোরিয়ামে ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
বিজ্ঞাপন
সচিব বলেন, বর্তমানে লক্ষ্য করা যায়, যারা বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে ছিলেন না তারাই কিন্তু এখন অনুসারী সেজে সামনে আসছেন। এটি আশঙ্কার বিষয়। এ আশঙ্কার মধ্যে থেকেই আমরা এ দিবসগুলো পালন করছি এবং আশা করছি ভবিষ্যতে এ ধরনের আশঙ্কার প্রতিফলন কোথাও ঘটবে না। এক মতাদর্শ থেকে আরেক মতাদর্শে আসলে সেটা মনে-প্রাণে আসতে হবে। যারা পুরনো বা আসল অনুসারী তারা এখন অনেক পিছিয়ে আছেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু দেশ পরিচালনার সময় বিরোধী পক্ষ নানান ধরনের অপ্রচার করেছে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর অপ্রচারের কোনোকিছুই কেউ প্রমাণ করতে পারেনি। অনেকে বলেছিল বঙ্গবন্ধুর সময়ে ইসলাম নষ্ট হয়ে যাচ্ছে। ২০০৫-৬ সালে আমি নিজেই শুনেছি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আজান বন্ধ হয়ে যাবে। ওইসময় মানুষের মধ্যে একটা গোষ্ঠী সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছিল। এগুলো এক দিনে হয়নি, অনেক দিনে হয়েছে। এমনকি বঙ্গবন্ধুর আমলেও হয়েছে। যার ফলে বঙ্গবন্ধুকে হত্যা করা সহজ হয়েছে।
এসআর/এসকেডি
বিজ্ঞাপন