তাসখন্দে জাতীয় শোক দিবস পালিত
জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শহীদ দিবস যথাযথ ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করেছে উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস।
তাসখন্দে রোববার (১৫ আগস্ট) রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জুম প্লাটফর্মে আয়োজিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ তফাজ্জেল হোসেন মিয়া। তিনি বলেন, ১৫ আগস্টের কালরাতে শুধু বাংলাদেশের জনগণ তাদের মহান নেতাকেই হারাননি, বরং বিশ্ব একজন অসাধারণ রাষ্ট্রনায়ককে হারিয়েছে।
বিজ্ঞাপন
রাষ্ট্রদূত জাহাঙ্গীর তার বক্তব্যে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ঘটনা।
ওয়েবিনারে বঙ্গবন্ধুর স্মরণে অন্যান্যদের মধ্যে উজবেকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মানীষ প্রভাত, উজবেকিস্তানের সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী তুরসুনালি কুজিয়েভ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, বুয়েট উপাচার্য প্রফেসর সত্য প্রসাদ মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক ড. মো. মামুন হাবিব, কিরগিজস্তান থেকে বাংলাদেশের অনারারি কনসাল তেমিরবেক এরকিনভ, তাজিকিস্তান থেকে সাংবাদিক আনাহিতা সাইমিদিনোভা বক্তব্য রাখেন।
বক্তারা বাঙালি জাতির সর্বকালের সেরা এ মহান নেতার জীবন ও কর্মের বিভিন্ন দিক স্মরণ করে বক্তব্য রাখেন। পরিশেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এনআই/ওএফ