চট্টগ্রামের মানবিক চিকিৎসক সন্দ্বীপন দাশ আর নেই
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সন্দ্বীপন দাশ মারা গেছেন। সোমবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ডা. সন্দ্বীপন গত বছরের জুনে করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর তিনি সুস্থ হয়ে যান। কিডনি বিকল হয়ে সন্ধ্যায় চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে তিনি মারা গেছেন। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। ডা. সন্দ্বীপন চমেকের ২৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
বিজ্ঞাপন
ডা. সন্দ্বীপন দাশ চট্টগ্রামে মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুর পর প্রীতম দাশ নামে এক নেটিজেন ফেসবুকে লিখেছেন, বিশ্বাস করতে পারছি না, চট্টগ্রামের মানবিক চিকিৎসক সন্দ্বীপন দা নেই। তার মতো মানবিক মানুষ সচরাচর দেখা যায় না। তার কাছে চিকিৎসা নিতে যারা আসতেন, তিনি তাদের নিজের পরিবারের সদস্যের মতো আপন করে দেখতেন। তিনি অধিকাংশ সময় গরীব-অসহায় রোগীর কাছ থেকে কোনো ফি নিতেন না। শত প্রতিকূল পরিস্থিতিতেও তিনি চিকিৎসা প্রত্যাশী কোনো রোগীকে ফেরাতেন না। রাস্তায় পড়ে থাকা অপরিচিত অসুস্থ রোগীকে তিনি নিজের গাড়িতে করে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা করাতেন।
কেএম/আরএইচ
বিজ্ঞাপন