মোহাম্মদপুরে ভবনের বৈদ্যুতিক মিটার বোর্ডে আগুন
প্রতীকী ছবি।
রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মাদিয়া হাউজিং এলাকার ১ নম্বর সোসাইটি গেটের পাশে একটি ভবনের নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই অবশ্য আগুন নিভে যায়।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আবুল হাসান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিয়া মসজিদের পাশে ১ নম্বর সোসাইটি গেটের পাশের ১০ তলা ভবনের নিচতলায় আগুন লাগে। তবে কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। নিচতলায় বৈদ্যুতিক মিটারের বোর্ডে আগুন লেগেছিল। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন লাগার কারণ জানার চেষ্টা করছেন।
বিজ্ঞাপন
এআর/এইচকে