চট্টগ্রামে দুই ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব। চিকিৎসক না হয়েও দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষের সঙ্গে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন তারা।

সোমবার (১৬ আগস্ট) চট্টগ্রাম নগরীর বন্দর থানার মাইলের মাথা এলাকার সিফাত মেডিকেল হল ও শাহ আব্দুল মালেক মেডিকেল হলের চেম্বার থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার।

আটক দুই প্রতারক হলেন : যীশু চৌধুরী (৪৪) ও  আশীষ মজুমদার (৩৮)।

র‌্যাব কর্মকর্তা মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কতিপয় ব্যক্তি চিকিৎসক না হয়েও সাধারণ মানুষের সঙ্গে চিকিৎসার নামে প্রতারণা করছেন। এরই পরিপ্রেক্ষিতে নগরীর বন্দর থানার মাইলের মাথা এলাকার সিফাত মেডিকেল হল ও শাহ আব্দুল মালেক মেডিকেল হলের চেম্বারে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজনই নিজেদের ভুয়া চিকিৎসক বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কেএম/এসকেডি