আলজেরিয়ায় দাবানলে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
সম্প্রতি আলজেরিয়ার কাবিলি অঞ্চলে ভয়াবহ দাবানলের ঘটনায় ২৫ সেনাসহ অসংখ্য মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাবরি বোকাদুমের কাছে পাঠানো এক বার্তায় ড. মোমেন নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিজ্ঞাপন
মোমেন আরও বলেন, আমি ২৫ সৈনিকের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাই। যারা অগ্নি-বিধ্বস্ত গ্রামবাসীদের বাঁচানোর জন্য প্রচেষ্টায় জীবন উৎসর্গ করেছেন, তাদের আমি শহীদ বলে মনে করি।
মোমেন আহত সৈনিক ও গ্রামবাসীর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করে আশা প্রকাশ করেন। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা এই বিপর্যয় পরিস্থিতি কাটিয়ে উঠবে এবং তাদের জীবন পুনর্নির্মাণ করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, সম্প্রতি আলজেরিয়ার উত্তরাঞ্চলের ১৮টি প্রদেশের ৭০টির বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়ে। দাবানল সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে কাবিলি অঞ্চলের বেজাইয়ে ও তিজি ওউজৌ জেলায়। রাজধানী আলজিয়ার্সের পূর্বে অবস্থিত এ অঞ্চলে আগুন সবকিছু গ্রাস করছে। দাবানলের ঘটনায় ২৫ সেনাসহ অন্তত ৬৫ জন প্রাণ হারিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে।
এনআই/এসকেডি