জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (১৬ আগস্ট) এলিট ফোর্সের কর্পোরেট হেড কোয়ার্টারে রক্তদান কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এলিট ফোর্স জানায়, করোনার পরিস্থিতির মধ্যেও রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু স্বেচ্ছায় রক্তদান প্রতিষ্ঠান সন্ধানী গ্রুপ প্রতি সেশনে ৫০ ব্যাগের বেশি রক্ত নিতে আগ্রহী হয়নি।

রক্তদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ১২ জন শিক্ষার্থী। তাদের পরিচালনায় সকাল থেকে বিকেল পর্যন্ত রক্তদান কর্মসূচী চলে। এ সময় সন্ধানীর পক্ষ থেকে এলিট ফোর্সকে ধন্যবাদ জানানো হয়।

এরপর এলিট ফোর্সের ইন হাউজ ট্রেনিং সেন্টারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এলিট ফোর্স প্রতি বছর স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও জাতীয় শোক দিবসসহ বিভিন্ন জাতীয় দিবস পালনের আয়োজন করে থাকে।

ওএফ