সূত্রাপুরে ভবন হেলে পড়ায় সিলগালা
সংগৃহীত ছবি
রাজধানীর সূত্রাপুর এলাকার কুলুটোলা ৪৭/২ তনুগঞ্জ লেনে হাজী বাড়ি নামে একটি ছয় তলা ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পরে জেলা প্রশাসন ভবনটি সিলগালা করেছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিকেলে রাজধানীর সূত্রাপুর এলাকার কুলুটোলা ৪৭/২ তনুগঞ্জ লেনে হাজী বাড়ি নামে একটি ছয় তলা ভবন হেলে পড়ার খবর আসে। খবর পেয়ে বিকেল ৫টা ১৯ মিনিটে সূত্রাপুর ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ভবন থেকে বাবুল রায় রতন (৬০) নামের এক প্যারালাইজড রোগীকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার কাজ শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। এছাড়া রাজউকের চেয়ারম্যান এবং ঢাকা জেলা প্রশাসক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে জেলা প্রশাসন ভবনটি সিলগালা করা করেছে।
বিজ্ঞাপন
এমএসি/এইচকে