তেজগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রং মিস্ত্রির মৃত্যু
রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় একটি ভবনে রংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তানহা (২৭) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার (২১ আগস্ট) দুপুর ২টা ৫৫ মিনিটে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহতের সহকর্মী জাহিদ ঢাকা পোস্টকে বলেন, তেজগাঁও সাত রাস্তা এলাকায় ভূমি অফিসের নতুন ১৬তলা ভবনের বেজমেন্টে আমরা রং করছিলাম। নিচে অন্ধকার হওয়ায় আমরা হ্যালোজেন লাইট লাগিয়ে কাজ করছিলাম। পরে সে লাইট সরিয়ে অন্য জায়গায় লাগাতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমরা এই ভবনেই থাকি। তানহার বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা থানার দক্ষিণ দিখল গ্রামে। তিনি ওই গ্রামের মির্জা আব্দুল মজিদের ছেলে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।
এসএএ/জেডএস