সাড়ে ৭ ঘণ্টা পর বনানী সড়কে যান চলাচল স্বাভাবিক
রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার এমিকনের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে সকাল ৯টা ১০ মিনিটের দিকে। আগুন লাগার পর কাজ নির্বিঘ্ন করতে বনানী এলাকার সড়ক বন্ধ করে দেয় ফায়ার সার্ভিস। এতে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর বিকেল সাড়ে ৪টা থেকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শনিবার (২১ আগস্ট) সকাল থেকে সরেজমিন দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা রাস্তা বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করার পর থেকে বনানী এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে। এতে মগবাজার ও ফার্মগেট থেকে এ সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আর যানজটের এই প্রভাব পড়ে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে।
বিজ্ঞাপন
বিকেল সাড়ে চারটায় যান চলাচল শুরু হলে রাস্তায় গাড়ির চাপ কিছুটা কমতে থাকে। এতে দীর্ঘ সময় যানজটে আটকে থাকা যাত্রী ও বাস চালকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ইতিমধ্যে আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে সার্চিং অভিযান শেষ হয়েছে। তারা ভেতরে কোনো হতাহত লোকজনের সন্ধান পাননি। এছাড়া এখন পর্যন্ত তাদের কাছে নিখোঁজের কোনো দাবিদারও আসেনি।
বিজ্ঞাপন
তারা বলছেন, গোডাউনে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় এখনো থেমে থেমে আগুন জ্বলছে ভবনটির ভেতরে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও তারা নির্দিষ্ট করে বলতে পারছেন না। ফায়ারের কর্মকর্তারা জানান তদন্ত কমিটির প্রতিবেদনে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
এদিকে আগুন লাগার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও ফায়ারের ডিজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। তারা এসময় বিভিন্ন বক্তব্যে বলেছেন, এ ঘটনায় কোনো পক্ষ দায়ী থাকে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসি/জেডএস