প্রতীকী ছবি।

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা হতে টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলা পর্যন্ত নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য ৪৯ কিলোমিটার সড়ক উন্নয়ন করার উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সড়ক উন্নয়নের মাধ্যমে নিরবচ্ছিন্ন, যানজটমুক্ত ও নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা সম্ভব হবে।

পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার (২৪ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘মাদারগঞ্জ-কয়রা-মনসুরনগর (কাজীপুর)-আব্দুল্লাহমোড় (সরিষাবাড়ী)-ধনবাড়ী সড়ক উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৬৮৫ কোটি ১২ লাখ টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নের এই প্রকল্পটি চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর ২০২৩ সালে বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদফতর।

প্রকল্পের আওতায় যেসব কাজ করা হবে 

৮০ হেক্টর ভূমি অধিগ্রহণ, ১১.৩০ লাখ ঘনমিটার সড়কবাঁধ নির্মাণ, ৪২.৬০ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ ও সার্ফেসিং ডিবিএস কোর্স (৭.৩০ মিটার প্রশস্ত), ৭০৪.০২ বর্গমিটার নিরাপদ এপ্রোচ উন্নয়ন, ৩.২০ কিলোমিটার রিজিড পেভমেন্ট নির্মাণ (৭.৩০ মিটার প্রশস্ত), ১৬টি বাস-বে নির্মাণ, ৬টি সেতু নির্মাণ (৪২৫.৫৪ মিটার), ৫০টি আরসিসি কালভার্ট নির্মাণ (মোট দৈর্ঘ্য ৩৭১ মিটার), ২০৭০ মিটার স্লোপ প্রটেকশন, ১১৬০ মিটার আরসিসি রিটেইনিং ওয়াল ও ৩৩৫০ মিটার ব্রিক টো-ওয়াল নির্মাণ, ১৭০০ মিটার সিসি ব্লক, ৩৬৫০ মিটার আরসিসি ক্রস ড্রেন ও ৪২৪০ মিটার সসার ড্রেন নির্মাণ, ইউটিলিটি অপসারণ, নির্মাণকালীন রক্ষণাবেক্ষণ, বৃক্ষরোপন, সাইন, সিগন্যাল, কিলোমিটার পোস্ট, রোড মার্কিং ইত্যাদিসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ করা হবে।

পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মামুন-আল-রশিদ বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা হতে টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলা পর্যন্ত নিরবচ্ছিন্ন, যানজটমুক্ত ও নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে। এর ফলে প্রকল্প এলাকায় শিল্প ও বাণিজ্যে গতিশীলতা আসবে এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন হবে। এজন্যই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।

এসআর/এইচকে