ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের খালি জায়গায় অক্সিজেন প্ল্যান্টের নির্মাণ কাজ শুরু হয়েছে। ভারত সরকারে দেওয়া উপহারের এ অক্সিজেন প্ল্যান্টে মিনিটে ৯৬০ লিটার অক্সিজেন উৎপাদন হবে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক

তিনি বলেন, আপনারা জানেন ভারত সরকার আমাদের একটি অক্সিজেন প্ল্যান্ট উপহার হিসেবে দিয়েছে। যার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আমাদের বার্ন ইউনিটের সঙ্গে প্ল্যান্ট তৈরির কাজ চলছে। এখান থেকে মিনিটে ৯৬০ লিটার অক্সিজেন সরাসরি উৎপাদন হবে, যা রোগীদের সরবরাহ করা হবে। এ অক্সিজেন আমাদের বার্নের রোগীদের জন্য যুক্ত করা হবে।

বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ভারত সরকার শুধু অক্সিজেন প্ল্যান্ট তৈরি করে দেবে। আমরা বৈদ্যুতিক লাইন, একটি শেড ও অক্সিজেন লাইন তৈরি করে দেব।

এসএএ/এসএসএইচ