বিদ্যালয়ে আসবাব-বিজ্ঞানাগারের উপকরণ দিল গুড নেইবারস বাংলাদেশ
রাজধানীর মিরপুরের সুলতান মোল্লা আদর্শ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বসার বেঞ্চ, লাইব্রেরি আলমারি, টেবিল-চেয়ার, হেলথ কর্নারের জন্য মেডিকেল বেড, পার্টিশন, শিক্ষক-অভিভাবকদের জন্য টেবিল-চেয়ার, বিজ্ঞানাগারের উপকরণ দিয়েছে গুড নেইবারস বাংলাদেশ।
বৃহস্পতিবার আসবাব-উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারজানা শারমিন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলমাস উদ্দীন মোল্লা, বিদ্যালয় শিক্ষক, প্রজেক্ট ম্যানেজার মো. আরিফ হোসেনসহ স্যামসাং ভিলেজ প্রজেক্টের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
মিরপুর পল্লবী থানা শিক্ষা অফিসার ফারজানা শারমিন গুড নেইবারস বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন স্যামসাং প্রজেক্টের সঙ্গে শুরু থেকে আছি। গুড নেইবারসের কাজের গুণগত মান এবং তাদের কাজের প্রতি আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।
অনুষ্ঠানে প্রফেসর মো. মনোয়ার হোসেন বলেন, বাংলাদেশের শিক্ষার উন্নয়নে যেন গুড নেইবারস এবং স্যামসাং সিঅ্যান্ডটি সারা বাংলাদেশে কাজ করে, সেই প্রত্যাশা করছি। শিক্ষা পরিবারের সব ধরনের সহযোগিতা থাকবে বলে আশ্বাস দেন তিনি।
বিজ্ঞাপন
প্রকল্প ব্যবস্থাপক মো. আরিফ হোসেন বলেন, কান্ট্রি ডিরেক্টর এম মাঈনুদ্দীন মইনুলের নেতৃত্বে গুড নেইবারস বাংলাদেশ এসব কার্যক্রম সফলতার সঙ্গে বাস্তবায়ন করে চলছে। এসডিজি’র লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি গুড নেইবারস বাংলাদেশ কাজ করে চলছে।
গুড নেইবারস বাংলাদেশ ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে- শিশু উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও শিশু অধিকার সংক্রান্ত কর্মসূচি, নারী উন্নয়ন: নারীদের প্রজনন স্বাস্থ্য সেবা ও সমবায় ভিত্তিক আয় বৃদ্ধি কর্মসূচি, যুব উন্নয়ন: স্থানীয় যুবকদের জন্য কর্মমুখী শিক্ষা ও স্থানীয় স্বেচ্ছাসেবক কার্যক্রম।
আরএইচ