জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে সাভারের কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার বলেছেন, পোস্টার ও পোলিং এজেন্ট না থাকায় এ পৌরসভা নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে বলা যাবে না।

শনিবার (১৬ জানুয়ারি) সাভার পৌরসভার ভোটগ্রহণ পরিদর্শন শেষে গণমাধ্যমে পাঠানো লিখিত বক্তব্যে এ তথ্য জানান মাহবুব তালুকদার।

লিখিত বক্তব্যে জ্যেষ্ঠ এ কমিশনার বলেন, ‘আমি আজ (শনিবার) সাভার পৌরসভার তিনটি ভোটকেন্দ্রের ১৮টি বুথ পরিদর্শন করি। বেলা ১টা পর্যন্ত ওই সব ভোটকেন্দ্রে সাত হাজার ৩১১ জন ভোটারের মধ্যে ১ হাজার ২৩২ জন ভোট দিয়েছে।

তিনি বলেন, ‘এর মধ্যে ৩টি বুথে আমি ৩ জন বিরোধীদলীয় প্রার্থীর পোলিং এজেন্ট দেখতে পাই, কিন্তু অন্য কোথাও এজেন্ট ছিলেন না। এছাড়া সাভার পৌর এলাকায় আমি বিরোধীদলীয় প্রার্থীর কোনো পোস্টার দেখতে পাইনি। এ অবস্থায়, নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না। যে কোনো নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা সিদ্ধ হয় না।’

মাহবুব তালুকদার আরও বলেন, পৌরসভার নির্বাচনে ক্রমাগত সহিংসতা বেড়ে চলেছে। সহিংসতা ও নির্বাচন এক সঙ্গে চলতে পারে না। নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন না হলে এ সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। এ বিষয়ে সবার ঐকমত্য আবশ্যক। যে কোনো নির্বাচনের চেয়ে মানুষের জীবন অনেক বেশি মূল্যবান।

ইসির তথ্যমতে, ৬০টি পৌরসভায় তিন পদে ৩ হাজার ২৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে মেয়র পদে ২২১, সংরক্ষিত নারী কমিশনার পদে ৭৪৫ জন এবং সাধারণ কমিশনার পদে ২ হাজার ৩২০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ধাপে ১ হাজার ৮০টি ভোটকেন্দ্রের ৬ হাজার ৫০৮ ভোটকেন্দ্রে ২২ লাখ ৪০ হাজার ২২৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পান। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৮ হাজার ৪৩১ জন এবং মহিলা ভোটার ১১ লাখ ৩১ হাজার ৮৩১ জন।

এসআর/এসএম