দেশের প্রথম মেট্রোরেলের পরীক্ষামূলক আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দিয়াবাড়ি ডিপো এলাকার কোচ আনলোডিং এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর উদ্বোধন করেন।

রোববার (২৯ আগস্ট) পরীক্ষামূলক আনুষ্ঠানিক উদ্বোধনে উত্তরা দিয়াবাড়ি থেকে মিরপুরের পল্লবী পর্যন্ত গিয়ে আবার দিয়াবাড়িতে ফিরে আসে মেট্রোরেল। সময় লেগেছে এক ঘণ্টা।

পল্লবী থেকে উত্তরার উত্তর রেলস্টেশনে ফিরে দুপুর ১২টা ৫৫ মিনিটে ট্রেনটি ডিপো এলাকায় যাচ্ছিল। এ সময় কিছু সময় ট্রেনটি থামিয়ে রাখা হয়। ট্রেনটি পরিচালনা করেন জাপানি চালক ওকা মতো‌। স্টেশনে ঢোকার আগে দেখা যায়, ট্রেনের সামনের দুটো বাতি জ্বলছে। লাল-সবুজ-সাদা রঙের ট্রেনটি ধীরে ধীরে চলছিল। ট্রেনটি থেকে বারবার হুইসেল বাজানো হচ্ছিল।

এদিকে মেট্রোরেলের চলাচল দেখতে স্টেশন এলাকায় ভিড় করেছিলেন উৎসুক জনতা। উত্তরা উত্তর রেলস্টেশনে এ সময় গণমাধ্যম কর্মী ছাড়াও মেট্রোরেল প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে মেট্রোরেলের পরীক্ষামূলক আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট। আগামী বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল প্রকল্পের উদ্বোধন করবেন। আগামী বছরের জুনে পদ্মা সেতু প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া আগামী বছর চট্টগ্রামে বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

পিএসডি/এমএইচএস