কদমতলীতে যুবকের রহস্যজনক মৃত্যু
দেয়ালে রক্ত দিয়ে লেখা ‘মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’
জান্নাতুল ফেরদৌস
জান্নাতুল আমার বন্ধু। তার একটি প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ের নাম মীম। তিন মাস আগে প্রেমের সম্পর্ক ভেঙে যায়। আজ নিজ ঘরে জান্নাতুলের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। দেয়ালে রক্ত দিয়ে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।
আজ রোববার (২৯ আগস্ট) নিহত জান্নাতুল ফেরদৌসের বন্ধু রিপন ঢাকা পোস্টকে এসব কথা বলেন। তিনি বলেন, তবে প্রেমে আঘাত পেয়েই জান্নাতুল পৃথিবীকে বিদায় জানাল কি না আমি নিশ্চিত নই।
বিজ্ঞাপন
রিপন বলেন, আমরা গত পরশু (২৭ আগস্ট) সিলেট থেকে ঘুরে এলাম। জান্নাতুলকে কখনও কোনো বিষয়ে হতাশাগ্রস্ত মনে হয়নি। গতকাল রাতেও আমাদের সাথে আড্ডা দিয়ে বাসায় গেল। প্রিয়জন হারানোর বেদনা সহ্য করতে পারছি না।
রোববার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কদমতলীর রায়েরবাগ থেকে জান্নাতুল ফেরদৌস (২০) নামের ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কদমতলী থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন কদমতলী থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) শহীদুল ইসলাম।
তিনি ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি গলায় ফাঁস দিয়ে ঝুলছেন জান্নাতুল ফেরদৌস। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থলে দেয়ালে রক্ত দিয়ে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।
নিহতের পরিবার জানায়, জান্নাতুল একটি কাপড়ের দোকানে চাকরি করতেন। কী কারণে তিনি এমন কাজ করেছেন সে বিষয়ে কিছু বলতে পারেনি পরিবার।
নিহতের বাবা লিটন ব্যপারী ঢাকা পোস্টকে বলেন, আমার একটাই ছেলে। সে গতকাল (শনিবার) রাতে বাসায় এসে ঘুমিয়ে পড়ে। আমি সকালে কাজে চলে যাই। জান্নাতুল এমনিতেই সকাল ১০টা পর্যন্ত ঘুমায়। ঘুম থেকে না উঠায় তার মা ডাকতে গেলে দেখে ফ্যানের সাথে তার দেহ ঝুলছে।
তিনি আরও বলেন, আমরা কখনও কিছু বুঝতে পারিনি। আমাদের সঙ্গে তার কোনো বিষয় নিয়ে মনোমালিন্য বা কথা কাটাকাটি হয়নি।
এসএএ/এইচকে